এমন খুব কম লোকই আছে যে গেম খেলে না। সেটা অনলাইনে হোক আর অফ লাইনে হোক। অনলাইনে গেম খেলতে হলে আমাদের তেমন কিছু আহামরি কনফিগারেশনের এর দরকার হয় না। কিন্তু বেশ ভাল কিছু কোম্পানির গেম যেমনঃ EA,Ubisoft ইত্যাদির গেম খেলতে হলে বারে বারে কম্পিউটার এর কনফিগারেশনের দিকে তাকাতে হয়। এমন অনেকেরি হয় যে নেট থেকে কোন মজার গেম অনেক দিন ধরে কষ্ট করে ডাউনলোড করলাম পরে দেখা গেল কনফিগারেশনের কারনে খেলতে পারছি না
আজ আমি আপনাদের একটি মজার সমাধান দেব। আমি আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করবো যেটি আপনার পসন্দের গামের সাথে আপনার পিসির বর্তমান কনফিগারেশন কে পরিমাপ করে বলে দেবে যে গেম টি আপনার কম্পিউটারে চলবে কি না।
আসুন ঝটপট দেখে নেয়া যাক কি করতে হবেঃ
১. ১ম এ এই সাইটটিতে ঠু মারেন। লাগান ক্লিক এই খানে
২. (1. Search a product by typing its name,) এই বক্সে আপনার পসন্দের গেমটির নাম লিখবেন অথবা,
৩. (or select from the dropdown. ) এর বক্স থেকে আপনার গেমটি খুজে বের করবেন।
৪. (Can you run it) বাটনটিতে ক্লিক করবেন।
ওয়েবসাইট টি আপনার পিসি থেকে জেনে নেবে আপনার কম্পিউটার এর অবস্থা কেমন আর সেটি আপনার গেম এর সাথে খাপ খায় কিনা।
নোটঃ আপনার পিসিতে অবশ্যই জাভা ইন্সটল থাকতে হবে নয়তবা সাইটটি কাজ নাও করতে পারে। কেমন লাগলো জানাবেন। নিচের শেয়ার বাটন থেকে আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
আজ আমি আপনাদের একটি মজার সমাধান দেব। আমি আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করবো যেটি আপনার পসন্দের গামের সাথে আপনার পিসির বর্তমান কনফিগারেশন কে পরিমাপ করে বলে দেবে যে গেম টি আপনার কম্পিউটারে চলবে কি না।
আসুন ঝটপট দেখে নেয়া যাক কি করতে হবেঃ
১. ১ম এ এই সাইটটিতে ঠু মারেন। লাগান ক্লিক এই খানে
২. (1. Search a product by typing its name,) এই বক্সে আপনার পসন্দের গেমটির নাম লিখবেন অথবা,
৩. (or select from the dropdown. ) এর বক্স থেকে আপনার গেমটি খুজে বের করবেন।
৪. (Can you run it) বাটনটিতে ক্লিক করবেন।
ওয়েবসাইট টি আপনার পিসি থেকে জেনে নেবে আপনার কম্পিউটার এর অবস্থা কেমন আর সেটি আপনার গেম এর সাথে খাপ খায় কিনা।
নোটঃ আপনার পিসিতে অবশ্যই জাভা ইন্সটল থাকতে হবে নয়তবা সাইটটি কাজ নাও করতে পারে। কেমন লাগলো জানাবেন। নিচের শেয়ার বাটন থেকে আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
No comments:
Post a Comment