আমি জানি জিনিষটা কি পরিমাণ কাজের। ধরুন আপনার কীবোর্ডএ সমস্যা কোন ২-৪ কী কাজ করছে না। কি পরিমাণ বেরক্ত হবেন ঐ কীবোর্ড দিয়ে কাজ করতে। আর ল্যাপটপ হলেত কথাই নেই চোখ বুজে ২০০০ থেকে ৩০০০ টাকার ধাক্কা। এখন আমি যে সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করবো এটি কীবোর্ড এর যে কোন কী কে পরিবর্তন করতে পারে। তার মানে আপনার ২-৪ কী কাজ না করলে ঐ কী গুলকে পরিবর্তন করতে পারবেন অন্য অপ্রয়োজনীয় কী আর সাথে।
তো চলুন আর দেরি কিসে আসুন দেখি এটি কি করে কাজ করে।
১. প্রথমে ২৮০ কেবির ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
2. সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন।
৩. সফটওয়্যারটিতে একটি কীবোর্ড এর লেয়াউট দেখতে পাবেন। নিচের ছবির মত (ছবি ছোট মনে হলে ক্লিক করে বড় করে নিতে পারেন)। যে কী টা পরিবর্তন করতে চান লেয়াউট থেকে ঐ কীর পজিশনে ক্লিক করুন । (আমি এখানে Z কী কে নির্বাচন করেছি পজিশন অনুযায়ী এর মান 46)
তো চলুন আর দেরি কিসে আসুন দেখি এটি কি করে কাজ করে।
১. প্রথমে ২৮০ কেবির ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
2. সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন।
৩. সফটওয়্যারটিতে একটি কীবোর্ড এর লেয়াউট দেখতে পাবেন। নিচের ছবির মত (ছবি ছোট মনে হলে ক্লিক করে বড় করে নিতে পারেন)। যে কী টা পরিবর্তন করতে চান লেয়াউট থেকে ঐ কীর পজিশনে ক্লিক করুন । (আমি এখানে Z কী কে নির্বাচন করেছি পজিশন অনুযায়ী এর মান 46)
৪. Chose New remapping থেকে Z এর পরিবর্তে যে কীটা ব্যাবহার করতে চান সেইটা সিলেক্ট করুন। ছবিতে আমি Z এর পরিবর্তে H বেবহাত করবো।
৫. এবার Apply ক্লিক করুন। পিসি রিস্টার্ট নিতে চাইলে রিস্টার্ট করে দিন।
৬. রিস্টার্ট নেয়ার পর দেখবেন আপনার কী পরিবর্তন হয়ে গেছে।
৭. আর আগের অবস্থায় ফিরে আসতে চাইলে Restore default কী ব্যাবহার করুন।
৬. রিস্টার্ট নেয়ার পর দেখবেন আপনার কী পরিবর্তন হয়ে গেছে।
৭. আর আগের অবস্থায় ফিরে আসতে চাইলে Restore default কী ব্যাবহার করুন।
No comments:
Post a Comment